Al-Quds

Latest Post

-গত ১৭ই মার্চ ফিলিস্তিনের পশ্চিম তীরের 'সালফিট' নামক গ্রামের নিকটবর্তী অবস্থিত আরীলের একটি সেনা চেকপোস্ট লক্ষ্য করে দুইজন প্রতিরোধ সংগ্রামির গেরিলা হামলায় ইহুদীবাদী ইজ্রাঈলের ৩ সেনা অফিসার নিহত ও ৬ আহত হয়।দুই ফিলিস্তিনি  যুবক প্রথমে এক হইুদির গাড়ি দখলে নিয়ে সেনা চেকপোস্টের সামনে থামায়।অতঃপর গাড়ি থেকে এক সংগ্রামী বের হয়ে এক ইজ্রাঈলী সেনাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেন।সেই অস্ত্র দিয়ে আশেপাশে অবস্থান করা সেনা ও ইহুদিদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।ফলে সেনা ও হইুদিরা ছুটাছুটি করতে থাকে।এক পর্যায়ে গুলিবর্ষণ বন্ধ করে দুই সংগ্রামী গাড়ি নিয়ে পালিয়ে যায়।


আজ ইসরাইলী বাহিনীর সাথে সংঘর্ষের সময় ঐ সাহসী সংগ্রামী শাহাদাত বরণ করেন।


তার নাম উমর আবু লাইলা।

মঙ্গলবার ফিলিস্তিনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।


গত রোববার পশ্চিমতীরের এরিয়েল শহরে ইহুদিদের অবৈধ স্থাপনার কাছে এক ফিলিস্তিনি যুবকের হামলায় তিনজন নিহত হওয়ার দাবি করেছে ইসরাইল। উমর আবু লাইলা নামের ওই যুবকের খোঁজে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।


ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এরিয়েল শহরে ওই তিনজন হত্যার সঙ্গে জড়িতদের খুঁজছে তারা। হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তদন্তের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।


গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন জেনিনের, একজন দক্ষিণাঞ্চলীয় বেথলেহেমের আল খাদের শহরের এবং আরও একজন পশ্চিমাঞ্চলীয় সালফিটের আয-জাওয়িয়া শহরের। উত্তরাঞ্চলীয় হেব্রনের বেইত উমার শহর থেকে আরও এক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।


এদিকে পশ্চিমতীরের এরিয়েল শহরে ওই হামলার স্থান পরিদর্শন করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

আল আক্বসার গেট বন্ধের নির্দেশ দিয়েছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের আদালত।


পবিত্র আল আক্বসা মসজিদের আল রাহমাহ্ গেট বন্ধ করার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আদালত।

রবিবার (১৭ মার্চ) জেরুজালেমে অবস্থিত ইসরাইলী কোর্ট প্রশাসনকে এ নির্দেশ দেয়।

গত সপ্তাহে আল আক্বসায় ফিলিস্তিনি ইমাম ও মুসুল্লিদের ঢুকতে বাধা দেয় দখলদারি ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ। এতে বিক্ষোভ করেন নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানরা। এসময় শতশত ফিলিস্তিনি মুসলমানদের গ্রেফতার করেছে দখলদারি ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম (যেখানে আল আক্বসা অবস্থিত) সহ পশ্চিম তীরের কিছু অঞ্চল অবৈধভাবে দখল করে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল। ১৯৮০ সালে তারা পুরো অঞ্চলকে নিজেদের দাবী করে, যার আন্তর্জাতিক মহলে কোনো স্বীকৃতি ছিলো না। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পশ্চিম তীর দখল ও সেখানে ইসরাইলী বস্তি স্থাপন সম্পূর্ণ অবৈধ বিবেচনা করা হয়।


#ব্রেকিং 

ফিলিস্তিনি অজ্ঞাত সংগ্রামীর হামলায় ৩ ইজ্রাঈলী সেনা কর্মকর্তা নিহত ও আহত ৬! 

-

ফিলিস্তিনের পশ্চিম তীরের 'সালফিট' নামক গ্রামের নিকটবর্তী অবস্থিত আরীলের একটি সেনা চেকপোস্ট লক্ষ্য করে দুইজন প্রতিরোধ সংগ্রামির গেরিলা হামলায় ইহুদীবাদী ইজ্রাঈলের ৩ সেনা অফিসার নিহত ও ৬ আহত হয়।দুই ফিলিস্তিনি  যুবক প্রথমে এক হইুদির গাড়ি দখলে নিয়ে সেনা চেকপোস্টের সামনে থামায়।অতঃপর গাড়ি থেকে এক সংগ্রামী বের হয়ে এক ইজ্রাঈলী সেনাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেন।সেই অস্ত্র দিয়ে আশেপাশে অবস্থান করা সেনা ও ইহুদিদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।ফলে সেনা ও হইুদিরা ছুটাছুটি করতে থাকে।এক পর্যায়ে গুলিবর্ষণ বন্ধ করে দুই সংগ্রামী গাড়ি নিয়ে পালিয়ে যায়।।ঘটনার কয়েকঘন্টা পর ইজ্রাঈলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি নিরাপত্তা সভা ডেকেছে।ঐ অঞ্চলে বিশেষ ফোর্স মোতায়েন করার পাশাপাশি আকাশে ড্রোন ও এট্যাক হেলিকপ্টার টহল দিচ্ছে।এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে,জেরুজালেম ও আল আকসা মসজিদে ইহুদিদের আগ্রাসন,অপবিত্রকরণ এবং মুসল্লিদের এবাদতের বিরুদ্ধে আক্রমনাত্মক প্রতিক্রিয়ার ফলস্বরূপ 'অপারেশন সালফিট' সংঘটিত হয়েছে।'অপারেশন সালফিট' সফল হওয়াতে গাজার খান ইউনুস শহরে আনন্দের মিছিল বের হয়েছে।গাজার রাফার রাস্তায় জনসাধারণের মধ্যে ক্যান্ডি বিতরণ করা হয়েছে।

-

অপরদিকে,আজ সকালেও ইহুদিবাদী সেনারা বায়তুল মুকাদ্দাসে ১০ জন ফিলিস্তিনিকে অন্যায়ভাবে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ফাতাহ আন্দোলনের বায়তুল মুকাদ্দাস শাখার মহাসচিব শাদি মাতুর রয়েছেন।

সালফিট অপারেশনে খুশিতে ফিলিস্তিনের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ।

বিস্তারিত;

দুই ফিলিস্তিনির হাতে এক ইসরাইলী সৈনিক এবং একজন ইয়াহুদি নিহত। এবং ইরো দুজন মারাত্মক আহত।


দখলদার ইসরাইল ঘোষণা করেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ ওয়েস্ট ব্যাংকের উত্তরে, সালফিট অপারেশনে একজন সৈনিক এবং ইয়াহুদী নিহত হয়েছে। এবং দুজন মারাত্মক আহত।


 বিস্তারিত 

হিব্রু মিডিয়া;

দুজন ফিলিস্তিনি একজন ইয়াহুদির গাড়ি দখল করে নেয়, এবং তারা গাড়ি নিয়ে সালফিটের নিকটবর্তী আরীলের এক চেকপোস্টে পৌঁছে।


অতঃপর তারা এক ইসরাইলী সৈনিকের উপর ছুড়ি দিয়ে আঘাত করে এবং তার অস্ত্র ছিনিয়ে নেয়।


এরপর তারা অন্যান্য সৈনিক এবং ইয়াহুদীদের উপর আক্রমণ করে।


ইসরাইলী বাহিনী জানিয়েছে;


তারা এ ঘটনার পর বিশেষ ফোর্স নিয়োগ করেছে।

দখলদার ইসরাইল ঘোষণা করেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ ওয়েস্ট ব্যাংকের উত্তরে, সালফিট অপারেশনে একজন সৈনিক এবং ইয়াহুদী নিহত হয়েছে। এবং দুজন মারাত্মক আহত।
 বিস্তারিত 
হিব্রু মিডিয়া;

দুজন ফিলিস্তিনি একজন ইয়াহুদির গাড়ি দখল করে নেয়, এবং তারা গাড়ি নিয়ে সালফিটের নিকটবর্তী আরীলের এক চেকপোস্টে পৌঁছে।

অতঃপর তারা এক ইসরাইলী সৈনিকের উপর ছুড়ি দিয়ে আঘাত করে এবং তার অস্ত্র ছিনিয়ে নেয়।

এরপর তারা অন্যান্য সৈনিক এবং ইয়াহুদীদের উপর আক্রমণ করে।

ইসরাইলী বাহিনী জানিয়েছে;

তারা এ ঘটনার পর বিশেষ ফোর্স নিয়োগ করেছে।


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget