সালফিট অপারেশনে খুশিতে ফিলিস্তিনের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ।
বিস্তারিত;
দুই ফিলিস্তিনির হাতে এক ইসরাইলী সৈনিক এবং একজন ইয়াহুদি নিহত। এবং ইরো দুজন মারাত্মক আহত।
দখলদার ইসরাইল ঘোষণা করেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ ওয়েস্ট ব্যাংকের উত্তরে, সালফিট অপারেশনে একজন সৈনিক এবং ইয়াহুদী নিহত হয়েছে। এবং দুজন মারাত্মক আহত।
বিস্তারিত
হিব্রু মিডিয়া;
দুজন ফিলিস্তিনি একজন ইয়াহুদির গাড়ি দখল করে নেয়, এবং তারা গাড়ি নিয়ে সালফিটের নিকটবর্তী আরীলের এক চেকপোস্টে পৌঁছে।
অতঃপর তারা এক ইসরাইলী সৈনিকের উপর ছুড়ি দিয়ে আঘাত করে এবং তার অস্ত্র ছিনিয়ে নেয়।
এরপর তারা অন্যান্য সৈনিক এবং ইয়াহুদীদের উপর আক্রমণ করে।
ইসরাইলী বাহিনী জানিয়েছে;
তারা এ ঘটনার পর বিশেষ ফোর্স নিয়োগ করেছে।
Post a Comment