ফিলিস্তিনিদের বাড়িঘরে ইসরাইলি সেনাদের তল্লাশি : আটক ১৫

মঙ্গলবার ফিলিস্তিনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।


গত রোববার পশ্চিমতীরের এরিয়েল শহরে ইহুদিদের অবৈধ স্থাপনার কাছে এক ফিলিস্তিনি যুবকের হামলায় তিনজন নিহত হওয়ার দাবি করেছে ইসরাইল। উমর আবু লাইলা নামের ওই যুবকের খোঁজে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।


ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এরিয়েল শহরে ওই তিনজন হত্যার সঙ্গে জড়িতদের খুঁজছে তারা। হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তদন্তের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।


গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন জেনিনের, একজন দক্ষিণাঞ্চলীয় বেথলেহেমের আল খাদের শহরের এবং আরও একজন পশ্চিমাঞ্চলীয় সালফিটের আয-জাওয়িয়া শহরের। উত্তরাঞ্চলীয় হেব্রনের বেইত উমার শহর থেকে আরও এক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।


এদিকে পশ্চিমতীরের এরিয়েল শহরে ওই হামলার স্থান পরিদর্শন করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget