এটি মুসলমানদের প্রথম কিবলা মাসজিদুল-আক্বসার অংশ।
অনেকেই মনে করেন এটাই মাসজিদুলল-আক্বসা, কিন্তু সঠিক তথ্য হলো এটি মাসজিদুল-আক্বসার অংশ।
আকসার এই অংশটি এভাবে স্বজ্বিত করার কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে সেই পবিত্র পাথর যার উপর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে গমন করেছিলেন।
(সেই পবিত্র পাথর) হল জেরুজালেমের পুরনো শহরের টেম্পল মাউন্টেরউপর অবস্থিত একটি গম্বুজ। উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ৬৯১ সালে এর নির্মাণ সমাপ্ত হয়। বর্তমানে এটি ইসলামী স্থাপত্যেরসর্বপ্রাচীন নমুনা। এটিকে "জেরুজালেমের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান" ও "সমগ্র ফিলিস্তিনের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান" বলে উল্লেখ করা হয়।গম্বুজের কেন্দ্রীয় পরিকল্পনা কাঠামো চার্চ অব দ্য হলি সেপালকারের মত। উমাইয়া স্থাপত্যে বাইজেন্টাইন প্রভাবেরউদাহরণ এ থেকে পাওয়া যায়। |
তথ্যসূত্র: আরবি উইপিকিডিয়া
Post a Comment