-গত ১৭ই মার্চ ফিলিস্তিনের পশ্চিম তীরের 'সালফিট' নামক গ্রামের নিকটবর্তী অবস্থিত আরীলের একটি সেনা চেকপোস্ট লক্ষ্য করে দুইজন প্রতিরোধ সংগ্রামির গেরিলা হামলায় ইহুদীবাদী ইজ্রাঈলের ৩ সেনা অফিসার নিহত ও ৬ আহত হয়।দুই ফিলিস্তিনি যুবক প্রথমে এক হইুদির গাড়ি দখলে নিয়ে সেনা চেকপোস্টের সামনে থামায়।অতঃপর গাড়ি থেকে এক সংগ্রামী বের হয়ে এক ইজ্রাঈলী সেনাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেন।সেই অস্ত্র দিয়ে আশেপাশে অবস্থান করা সেনা ও ইহুদিদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।ফলে সেনা ও হইুদিরা ছুটাছুটি করতে থাকে।এক পর্যায়ে গুলিবর্ষণ বন্ধ করে দুই সংগ্রামী গাড়ি নিয়ে পালিয়ে যায়।
আজ ইসরাইলী বাহিনীর সাথে সংঘর্ষের সময় ঐ সাহসী সংগ্রামী শাহাদাত বরণ করেন।
তার নাম উমর আবু লাইলা।
Post a Comment