আল আক্বসার গেট বন্ধের নির্দেশ দিয়েছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের আদালত।
পবিত্র আল আক্বসা মসজিদের আল রাহমাহ্ গেট বন্ধ করার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আদালত।
রবিবার (১৭ মার্চ) জেরুজালেমে অবস্থিত ইসরাইলী কোর্ট প্রশাসনকে এ নির্দেশ দেয়।
গত সপ্তাহে আল আক্বসায় ফিলিস্তিনি ইমাম ও মুসুল্লিদের ঢুকতে বাধা দেয় দখলদারি ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ। এতে বিক্ষোভ করেন নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানরা। এসময় শতশত ফিলিস্তিনি মুসলমানদের গ্রেফতার করেছে দখলদারি ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম (যেখানে আল আক্বসা অবস্থিত) সহ পশ্চিম তীরের কিছু অঞ্চল অবৈধভাবে দখল করে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল। ১৯৮০ সালে তারা পুরো অঞ্চলকে নিজেদের দাবী করে, যার আন্তর্জাতিক মহলে কোনো স্বীকৃতি ছিলো না। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পশ্চিম তীর দখল ও সেখানে ইসরাইলী বস্তি স্থাপন সম্পূর্ণ অবৈধ বিবেচনা করা হয়।
Post a Comment