ফিলিস্তিনি অজ্ঞাত সংগ্রামীর হামলায় ৩ ইজ্রাঈলী সেনা কর্মকর্তা নিহত ও আহত ৬!

#ব্রেকিং 

ফিলিস্তিনি অজ্ঞাত সংগ্রামীর হামলায় ৩ ইজ্রাঈলী সেনা কর্মকর্তা নিহত ও আহত ৬! 

-

ফিলিস্তিনের পশ্চিম তীরের 'সালফিট' নামক গ্রামের নিকটবর্তী অবস্থিত আরীলের একটি সেনা চেকপোস্ট লক্ষ্য করে দুইজন প্রতিরোধ সংগ্রামির গেরিলা হামলায় ইহুদীবাদী ইজ্রাঈলের ৩ সেনা অফিসার নিহত ও ৬ আহত হয়।দুই ফিলিস্তিনি  যুবক প্রথমে এক হইুদির গাড়ি দখলে নিয়ে সেনা চেকপোস্টের সামনে থামায়।অতঃপর গাড়ি থেকে এক সংগ্রামী বের হয়ে এক ইজ্রাঈলী সেনাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেন।সেই অস্ত্র দিয়ে আশেপাশে অবস্থান করা সেনা ও ইহুদিদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।ফলে সেনা ও হইুদিরা ছুটাছুটি করতে থাকে।এক পর্যায়ে গুলিবর্ষণ বন্ধ করে দুই সংগ্রামী গাড়ি নিয়ে পালিয়ে যায়।।ঘটনার কয়েকঘন্টা পর ইজ্রাঈলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি নিরাপত্তা সভা ডেকেছে।ঐ অঞ্চলে বিশেষ ফোর্স মোতায়েন করার পাশাপাশি আকাশে ড্রোন ও এট্যাক হেলিকপ্টার টহল দিচ্ছে।এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে,জেরুজালেম ও আল আকসা মসজিদে ইহুদিদের আগ্রাসন,অপবিত্রকরণ এবং মুসল্লিদের এবাদতের বিরুদ্ধে আক্রমনাত্মক প্রতিক্রিয়ার ফলস্বরূপ 'অপারেশন সালফিট' সংঘটিত হয়েছে।'অপারেশন সালফিট' সফল হওয়াতে গাজার খান ইউনুস শহরে আনন্দের মিছিল বের হয়েছে।গাজার রাফার রাস্তায় জনসাধারণের মধ্যে ক্যান্ডি বিতরণ করা হয়েছে।

-

অপরদিকে,আজ সকালেও ইহুদিবাদী সেনারা বায়তুল মুকাদ্দাসে ১০ জন ফিলিস্তিনিকে অন্যায়ভাবে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ফাতাহ আন্দোলনের বায়তুল মুকাদ্দাস শাখার মহাসচিব শাদি মাতুর রয়েছেন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget